বাঘমুণ্ডী: কুশলডীতে বুরু চ্যালেঞ্জার ট্রফি, ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন BDO ও MLA
কুশলডীতে বুরু চ্যালেঞ্জার ট্রফি, ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অন্যতম সেরা ক্রিকেট টুর্নামেন্ট কুশলডীর বুরু চ্যালেঞ্জার ট্রফি। অন্যান্য বছরের মতো এবছরও বেশ কিছুদিন ধরে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। যেখানে লক্ষাধিক টাকার নগদ সহ পুরস্কার ও ট্রফি থাকে। ভিন রাজ্য থেকেও খেলোয়াড় ও খেল প্রেমীদের অংশগ্রহণ থাকে। সোমবার দুপুরে একটা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত মাহাতো, বিডিও আর্য তা, কমিটির সভা