হবিবপুর: কেন্দপুকুর পেট্রোল পাম্প সংলগ্ন রাজ্য সড়কে বাইক ও টোটোর সংঘর্ষে আহত ৩, মালদা হাসপাতালে রেফার ১জন
বাইক ও টোটোর সংঘর্ষে আহত তিন ঘটনাটি ঘটেছে শনিবার হবিবপুর থানার মালদা নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর পেট্রোল পাম্প সংলগ্ন রাজ্য সড়কে, জানা গেছে রাস্তা থেকে টোটোরটি রাজ্য সড়কে উঠার সময় অপরদিকে এক বাইক চালক পেট্রোল পাম্প থেকে তেল ভরে বাড়ি ফেরার সময় টোটো টি সঙ্গে সংঘর্ষ হয় ঘটনাস্থলে বাইক চালকসহ টোটো চালক ও আর একজন গুরুতর আহত হন তাদের বুলবুলচন্ডি হাসপাতাল নিয়ে আসে তিনজনের মধ্যে বাইক চালককে মালদা রেফার করেন চিকিৎসক