মাদারিহাট বীরপাড়া ব্লকে মেরিকো টি কোম্পানির ৬টি চা বাগানে অচলাবস্থা। শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরির টাকা পাননি, কর্মচারীরা বেতন পাননি। ঘরে ঘরে অভাব শুক্রবার বীরপাড়া চা বাগানের শ্রমিকরা জাতীয় পতাকা নিয়ে মিছিল করে বীরপাড়া থানায় যান। সেখানে যান বামফ্রন্ট নেতারাও। ছিলেন আরএসপির বীরপাড়া লোকাল লোকাল কমিটির সম্পাদক বিকাশ দাস, ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি গোপাল প্রধান, সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শংকর দাস। গোপাল প্রধান ব