মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: SIR-এ ১২ দিন আগেই ১০০% কাজ, সম্মানিত BLO আবির চক্রবর্তী
রাজ্যজুড়ে SIR—Special Intensive Revision—নিয়ে চলা শোরগোলের মাঝেই মুর্শিদাবাদ এম.জে. ব্লক ও পৌরসভা এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন BLO আবির চক্রবর্তী। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের ১২ দিন আগেই তিনি তার পার্ট নং ১২৭ (ওয়ার্ড নং ১১)-এর ১০০% কাজ সম্পন্ন করেন। আবির চক্রবর্তী জানান, “যে কোনও মৃত্যু অত্যন্ত দুঃখজনক। SIR দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল BLO মৃত্যুবরণ করেছেন বা অসুস্থ হয়েছেন, তাদের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা।” তার এই সাফল্যে