কোচবিহারে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার জন্য মোট ৫৮টি নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে। এসব প্রকল্পে বরাদ্দ হয়েছে ১৫১ কোটি ৩৬ লক্ষ টাকা। কর্ণজোড়া সভাগৃহে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী, জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, দুই পুলিশ জেলার আরক্ষাধ্যক্ষ, বিধায়কসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।