ইন্দপুর: দুয়ারে চিকিৎসা পৌঁছল গ্রামে, লক্ষীসাগরে চালু ভ্রাম্যমাণ শীততাপ নিয়ন্ত্রিত হেল্থ ভ্যান
Indpur, Bankura | Nov 24, 2025 আজ থেকে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুয়ারেই চিকিৎসা পরিষেবা। প্রতিটি বিধানসভায় শীততাপ নিয়ন্ত্রিত ও ইসিজি-সহ নানা পরীক্ষার যন্ত্রপাতি বসানো ভ্রাম্যমান মেডিকেল ভ্যান দেওয়া হয়েছে। আজ তালডাংরা বিধানসভার সিমলাপাল ব্লকের লক্ষীসাগর সুস্বাস্থ্য কেন্দ্রে ভ্যান পৌঁছে চিকিৎসা শুরু হয়। সিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডঃ রামাশীষ টুডু জানান, এ পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছবে এবং দুর্গম এলাকার মানুষ উপকৃত হবেন।