বারুইপুর: মিলন মেলা নিয়ে কি বললেন গৌতম চক্রবর্তী ?
বারুইপুরের মিলন মেলায় জয় রাইড থেকে পড়ে জখম হওয়ার ঘটনা নিয়ে বিজেপি নেতা আইনজীবী গৌতম চক্রবর্তী। রাইড চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। মিলন মেলায় সুনামি নামে রাইড থেকে পড়ে জখম হন সোনারপুরের বাসিন্দা গোলাপ নন্দী। তাঁর মা রীতা নন্দী বলেন, রাইডে ওঠার পরেই মেয়ের সেফটি বেল্টটা খুলে গিয়েছিল বলে অভিযোগ করেন। কিন্তু যে ছেলেটি ছিল, সে সেই কথা শোনেনি।