কনকনে ঠান্ডার রাতে নবগ্রামের মমিনাবাদ গ্রামে খড়ের পালে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি খড়ের পাল। স্থানীয় সূত্রে জানা গেছে,আজ মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ কুরবান শেখ নামে এক ব্যক্তির খড়ের পালে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে খড়ের পালে। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় খড়ের পালটি। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।