বেলডাঙা ১: স্কুল থেকে আর বাড়ি ফেরা হলো না শিক্ষকের,বাইক দুর্ঘটনায় মৃত্যু বেলডাঙ্গা জুড়ে গভীর শোকের ছায়া
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের! বেলডাঙ্গার ভাবতায় নেতাজি স্কুলের কাছে বৃহস্পতিবার জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম নগেন সরকার (৪৫)। সারগাছি মোড়ল পাড়ায় তাঁর বাড়ি। প্রাথমিকভাবে অনুমান, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি স্কুল থেকে ফিরছিলেন না কি বিএলওর কাজ করে ফিরছিলেন সেই বিষয়ে এই প্রতিবেদন আপলোড করা পর্যন্ত জানা যায়নি। তবে