মেরিকো টি কোম্পানির চা বাগানগুলিতে অচলাবস্থা অব্যাহত। মাদরিহাট বীরপাড়া ব্লকে ওই কোম্পানির ছয়টি চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন মজুরি পাননি। কর্মচারীরা বেতন পাননি। সোমবার সকাল থেকে বীরপাড়া চা বাগানের শ্রমিকরা অনশনে বসেন। কয়েক ঘন্টা অনশনের পর তাঁরা বীরপাড়া থানায় যান। বীরপাড়া থানার ওসি নয়ন দাস অবশ্য তাদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। দুপুরবেলার পর তাঁরা অনশন তুলে নেন। শ্রমিকরা এদিন আক্ষেপ করে জানান, প্রাপ্য টাকা না পাওয়ায় ভাত জো