কালচিনি: একই ব্যক্তি,তবে ভোটার তালিকা অনুযায়ী দুটি স্থানে তার পদবি ভিন্ন, বাবার নামও ভিন্ন, চাঞ্চল্যকর ঘটনা হ্যামিলটনগঞ্জে
তফসিলি উপজাতি হিসেবে সুবিধা পাওয়ার জন্য পদবি পাল্টে ভোটার তালিকায় নাম তুলেছেন, প্রার্থীও হয়েছেন গত বিধানসভা নির্বাচনে, এসআইআর অবহে এমনই অভিযোগ উঠল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ নেতাজিপল্লীর এক ব্যক্তির বিরুদ্ধে। একই ব্যক্তি,তবে ভোটার তালিকা অনুযায়ী দুটি স্থানে তার পদবি ভিন্ন, বাবার নামও ভিন্ন। কোথাও তিনি জেনারেল কাস্টের আবার কোথাও তিনি তপসিলি উপজাতির।এসআইএরের ফর্ম ফিলাপের সময় বিষয়টি সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায়।