ফালাকাটার শিশাবাড়ি সরুগাঁওয়ের বাসিন্দারা হাতির হানা নিয়ে মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করলেন। তাঁরা জানান, এলাকায় হাতির হানা অব্যাহত। দলগাঁও ফরেস্ট থেকে বেরিয়ে প্রতি রাতেই হাতি হানা দিচ্ছে এলাকায়। ফলে চাষবাস লাটে উঠেছে। চাষ কর ফসল ঘরে তোলা যাচ্ছে না। আবার বনদপ্তরের দেওয়া ক্ষতিপূরণের টাকার অংক ক্ষতির তুলনায় একেবারেই নগণ্য। এছাড়া ক্ষতিপূরণের ওই টাকা পেতেও অনেক সময় মাসের পর মাস এমনকি বছর গড়িয়ে যাচ্ছে। সোমবার রাতে ওই গ্রামে ফের হাতে হানায় একটি বাড়ি ক্ষতি