মানবাজার ১: ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর নাম নেই SIR লিস্টে! শোরগোল মানবাজারে
এক সময় ছিলেন তৃণমূলের প্রার্থী। তবু নাম নেই ভোটার লিস্টে। যার জন্য এস আই আর ফর্মই পেলেন না মানবাজার ধীবর পাড়া এলাকার বাসিন্দা সুমন্ত ধীবর। এই ঘটনায় আতঙ্কিত হয়েছেন তিনি। সুমন্ত ধীবরের দাবি,তার বাবা মা এমনকি তার স্ত্রীরও ভোটার তালিকায় নাম রয়েছে। অথচ তাঁর নাম নেই। ২০০৭ সাল থেকে তিনি ভোট দিয়ে আসছেন।এবং ২০১৮ সালে পঞ্চায়েত স্তরীয় নির্বাচনে তিনি নিজে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।