আউশগ্রামের ডাঙ্গাপাড়ায় জঙ্গল লাগোয়া ধানজমি থেকে গতকাল উদ্ধার হওয়া নরকঙ্কাল ময়নাতদন্তের জন্য সোমবার আনুমানিক দুপুর ১টা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালো পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি পরিষ্কার হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটির শরীরে কোনো মাংস অবশিষ্ট ছিল না। তবে কঙ্কালের সঙ্গে জড়িয়ে ছিল একটি গেঞ্জি। স্থানীয়দের দাবি, ওই গেঞ্জিটি গ্রামের বাসিন্দা আসাদুল্লা মল্লিক ওরফে মদনের।