চুড়াইবাড়ি থানাধীন নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অর্জুনটিলা ৫ নং ওয়ার্ড এলাকায় একদল দুষ্কৃতির ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হয় ৮বছরের এক ছাত্রের নাম অমৃত সিনহা। গুরুতরভাবে জখম হয় তার মা বিজয় সিনহা, যিনি বর্তমানে বহিঃ রাজ্যে চিকিৎসাধীন। উক্ত কাণ্ডে জড়িত থাকার সন্দেহে আরো এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার নাম নাম তাপস সিনহা বাড়ি নদিয়াপুর ৪নং ওয়ার্ড় এলাকায়। তাকে জেলা আদালতে পেরন করে পুলিশ।