য়েছেন তার পূর্বে সাঁওতাল ভাষায় স্কুলের দাবি ও সাঁওতাল বোর্ড গঠনের দাবিতে সরব হল মাঝি পরগণা ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ বিশ্বনাথ পাড়া এলাকায় সংগঠনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনের আলিপুরদুয়ার জেলা নেতৃত্বরা জানান দক্ষিণ বঙ্গে সাঁওতাল ভাষায় পঠন পাঠনের সুবিধা সাঁওতাল ভাষায় স্কুল থাকলে ও উত্তরবঙ্গে নেই। উত্তরবঙ্গের সাঁওতাল সমাজ বঞ্চিত। এর পূর্বে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল উত্তরবঙ্গে সাঁওতাল ভাষায় একশো টি স্কুল হবে।