রবিবার রাত এবং সোমবার ভোরবেলা এশিয়ান হাইওয়েতে শিশুবাড়ি এলাকায় দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন দুই ট্রাকচালক। দুটি দুর্ঘটনাই ঘটে মাদারিহাট থানা এলাকায়। রাত সাড়ে দশটা নাগাদ দলদলির কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে একটি ডাম্পার। ট্রাকটি ছিটকে গিয়ে ডোবায় পড়ে যায়। ওই ট্রাকের চালক এবং ডাম্পারচালক আহত হন। দুজনকেই বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয়। ডাম্পারের চালক কেবিনে আটকে পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। এদি