কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকার এশিয়ান হাইওয়েতে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। রবিবার রাতে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হয় চারজন। ঘটনাটি সামনে আসতেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই দুই বাইকের সংঘর্ষ ঘটে এবং সবাই সড়কে ছিটকে পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। প্রথমে তাদের কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।