ডেবরা: বালিচক ফ্লাই ওভারের কাজে গতি আনতে মহকুমাশাসকের কার্যালয়ে বৈঠকে বিধায়ক, বিডিও সহ অনান্যরা
ধীরগতিতে চলছে বালিচক ফ্লাইওভারের কাজ। তাই ডেবরা ব্লকের বালিচক ফ্লাই ওভারের কাজে গতি আনতে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ খড়্গপুরের মহকুমা শাসকের কার্যালয়ে বিশেষ বৈঠক হয় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে। এই কাজের গতি আনতে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর বিভিন্ন দপ্তরে আবেদন করেছিলেন।আর তারপরেই জেলা শাসকের নির্দেশে মঙ্গলবার খড়্গপুরে এই বৈঠক হয়।যেখানে ডেবরার বিধায়ক, ডেবরার বিডিও, অন্যান্য জনপ্রতিনিধিরা এবং দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।