কেতুগ্রাম ১: সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কেতুগ্রাম-১ আঞ্চলিক কমিটির ৩য় সম্মেলন অনুষ্ঠিত হল কান্দরায়
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কেতুগ্রাম-১ আঞ্চলিক কমিটির ৩য় সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল কান্দরায়। পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সম্মেলনের সূচনা করা হয়। কর্মসূচিতে এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ উপস্থিত হন সংগঠনের জেলা কমিটির সভানেত্রী মনিমালা দাস। জানা গিয়েছে, সম্মেলন থেকে এদিন ১৭ জনের কমিটি গঠন করা হয়।