শীতলকুচি: মাথাভাঙ্গায় সিএএ কেন্দ্র পরিদর্শনে এলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন
মাথাভাঙ্গায় সিএএ কেন্দ্র পরিদর্শনে এলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন। শনিবার সন্ধায় শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন মাথাভাঙ্গার সিএএ কেন্দ্র পরিদর্শনে আসেন । শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন যারা ধর্ম রক্ষায় অন্যদেশ থেকে এদেশে এসেছে তারা এই কেন্দ্রে এসে সিএএ তে আবেদন করতে পারবেন। মাথাভাঙ্গা ও শীতলকুচি এলাকার নাগরিকরা এখানে এসে আবেদন করতে পারবেন।