বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে বৃহস্পতিবারে মিছিল ও বাইক রেলির ছবি নজরে এলো হবিবপুরে এদিন বামন গোলার ব্লকের নালাগোলা থেকে সিপিআইএমের বাইক র্যালি এসে পৌঁছায় বুলবুল চন্ডিতে সেখানে মিছিল যুক্ত হয় বুলবুলচন্ডি হাসপাতাল মোড় থেকে মিছিল ও বাড়িতে রিলি এরপর সেখান থেকে মঙ্গলবার এর উদ্দেশ্যে রওনা হয় সেখানে মিছিল ও র্যালি সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রার মূল র্যালির সঙ্গে যুক্ত হয় বলে জানা গেছে।