লংথরাই ভ্যালি: ছাওমনু বিধানসভা এলাকায় BJP দলের পক্ষ থেকে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়
উক্ত যোগদান সভায় ৩ পরিবারের মোট ১২ জন ভোটার ত্রীপরা মুথা দলত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক,বিধায়ক নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন।