কালচিনি: মানুষ-হাতি সংঘাত মোকাবিলায় তৎপর বনদপ্তর, কালচিনি ব্লকের মালাঙ্গি,দলসিংপাড়া, মেচিয়াবস্তি এলাকায় মাইকিং
শীত পড়তেই ডুয়ার্স জুড়ে মানুষ-হাতি সংঘাতের ঘটনা বাড়ছে। রাতের বেলা বনাঞ্চলের কাছাকাছি হাতির বিচরণ বাড়ায় অসাবধানতায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বনদপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রবিবার জলদাপাড়া বন বিভাগ কালচিনি ব্লকের মালাঙ্গি, দলসিংপাড়া, মেচিয়াবস্তি সহ জলদাপাড়ার একাধিক এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও সচেতন করে।