আড়শা ব্লকের তুম্বাঝালদা গ্রাম সংলগ্ন কংসাবতী নদীর তীরে টুসুমেলা। বসে আঁকো, ও বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন। বুধবার। মেলায় বাল্যবিবাহ বন্ধে , প্লাস্টিক দূষণ বন্ধে , কন্যাসন্তান অবহেলা, বৃক্ষ নিধন বন্ধে, হ্যালমেটবিহীন বাইক চালানোর বিরুদ্ধে বার্তা দেওয়া হয়। এই মেলায় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি কুসংস্কারের বিরুদ্ধে বিভিন্ন বার্তাও প্রচার করে, যুক্তিবাদ প্রচারে বিভিন্ন বইও রাখা হয়। দেউলবেড়া দশগ্রাম মেলা কমিটির উদ্যোগে।