সচেতনতা এবং বন্যপ্রাণপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করলেন ফালাকাটার নবনগর গ্রামের বাসিন্দারা। বন থেকে পথ হলে এলাকায় ঢুকে পড়া একটি হরিণকে উদ্ধার করে তাঁরা বনকর্মীদের হাতে তুলে দেন। সোমবার হরিণটি এলাকায় ঢুকে পড়লে চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা হরিণটিকে আটকে দড়ি দিয়ে বেঁধে রেখে বনকর্মীদের খবর দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতির। ওই গ্রামের পাশে রয়েছে খয়েরবাড়ি ফরেস্ট। আবার কিছুদূরে রয়েছে দলগাঁও ফরেস্ট। গ্রামবাসীরা জানান এলাকায় ঢ