বিধানসভা 2026 নির্বাচনের আগেই ফের রাজনৈতিক দল বদল কুচবিহারে। এদিন কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত পাতলাখাবার গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪ নং বুথে তৃণমূলের একটি সভা চলাকালীন ওই এলাকার ফরওয়ার্ড ব্লক নেতা আমজাদ আলী, আবুল হোসেন, নাসির উদ্দিন মিয়া সহ একাধিক কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করে। এদিন ফরওয়ার্ড ব্লক থেকে আগতদেড় দলে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল নেতৃত্বরা।