পলাশীপাড়া বিধানসভার কোমথানা এলাকায় কোমথানা মহামিলন সংঘের পরিচালনায় নক আউট টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো। বুধবার মরহুম সানিরুল মল্লিক ও নবাব মল্লিক এর স্মৃতির উদ্দেশে নক আউট এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পলাশীপাড়া বিধানসভার প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি এবং নদীয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবাশীষ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল এবং ব্লক তৃণমূলের সভাপতি হাসিফুল মালিতা।