ফের হাতির হানা ফালাকাটার দলগাঁওবস্তিতে। ওই মহল্লায় কিছুদিন আগেই হাতির হানায় এক যুবকের মৃত্যু হয়। তার আগে এক কিশোর হাতির আক্রমণে আহত হয় এরপর থেকে টানা হাতির হানা চলছেই ওই এলাকায়। বনদপ্তর সূত্রের খবর, ওই মহল্লার ভেতর দিয়ে দলগাঁও ফরেস্ট এবং ধুমচি ফরেস্টের মধ্যে হাতি চলাচলের করিডর রয়েছে। শনিবার রাতে এলাকায় ঢুকে পড়ল পড়লেও বের হতে চায়নি একটি দলছুট হাতি। রবিবার সকাল থেকেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা হাতি তাড়ানোর চেষ্টা করেনঽ তবে সম্মিলিত বাধায় হাতিটি