লাভপুর: ১৭ দিনের মাথায় লাভপুরে মহিলা BLO সম্পন্ন করলেন SIR -র কাজ
Labpur, Birbhum | Nov 23, 2025 লাভপুরে বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতের ১৬৬ নং বুথের BLO পূজা ঘোষ মাত্র কয়েক দিনেই SIR এর কাজ সম্পন্ন করে জেলায় তাক লাগিয়ে দিয়েছে অন্যান্য BLO দের। তাঁর কাজে প্রশংসা জেলার প্রশাসনিক মহলে।উল্লেখ্য, মাত্র ১৭ দিনের মাথায় লাভপুরে ওই মহিলা BLO পূজা ঘোষ এই কাজ সম্পন্ন করেছেন বলে জানা গেছে। যেখানে অন্যান্য BLO রা বলছেন SIR কাজের খুব চাপ, কেউ আবার সুইসাইড নোট লিখছেন সেই জায়গায় দাঁড়িয়ে লাভপুরে ওই মহিলা BLO র কাজে প্রশংসায় এলাকাবাসী ও।পূজা ঘোষে বুথে মোট ভোটার।