চাঁচল ১: চাঁচলে দুষ্কৃতিদের দৌরাত্ম্য; আগুনে পুড়ে ছাই দেড় বিঘে জমির পাকা ধান
পাকা ধান আগুনে পুড়ে নষ্ট হল। আগুন লাগিয়ে দিল দুষ্কৃতিরা। এক নিমেষে পুড়ে ছাই দেড় বিঘে জমির পাকা ধান। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার আটঘারা গ্রামে। আর আগুন লাগাল কে? এনিয়ে ধন্দে রয়েছে জমির মালিক। পরিবারের আশঙ্কা এলাকায় নেশার আসর বসে। যারা নেশা করে তারাই আগুন ধরিয়ে দিতে পারে বলে আশঙ্কা। জানাগিয়েছে, আটঘারা কৃষক রঞ্জন স্বর্ণকার এবছর লিজ নেওয়া দেড় বিঘে জমিতে আমন ধান লাগিয়েছিলেন। ধান কাটার পর রবিবার বাড়িতে আনে।