হবিবপুর থানার আইহো হাটখোলা এলাকায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ নিয়ে আসে বুলবুলচন্ডী হাসপাতালে,জানা গেছে বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন, তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এই ঘটনা ঘটলো, তা এখনো জানা যায়নি।