বিনপুর ২: কখনো আবছা রোদ, মেঘলা, এছাড়াও দুএক ফোঁটা বৃষ্টি হল বিনপুর 2 ব্লকের একাধিক এলাকায়, মঙ্গলবার হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা
কখনো, আবছা রোদ, মেঘলা, এছাড়াও দুএক ফোঁটা বৃষ্টিও হয় বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের একাধিক এলাকায়। সোমবার সকাল থেকেই ব্লক জুড়ে ছিল মেঘলা আকাশ। এদিন ব্লকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৪ ও ১৬ ডিগ্রি সেলসিয়াস। সোম, মঙ্গলবার দু একপসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলপাহাড়ী তথা ঝাড়গ্রাম জেলা জুড়ে। মঙ্গলবারের পরথেকে তাপমাত্রা আরও কমতে পারে। এদিন রাতের দিকে ব্যাপক শীত অনুভূত হয় ব্লক জুড়ে।