হবিবপুর: আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর বুলবুলচন্ডী GSV হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ‘মা বুলবুলচন্ডী কার্নিভাল, প্রস্তুতি বৈঠক
মা বুলবুলচন্ডী কার্নিভাল ২০২৫ আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বুলবুলচন্ডী GSV বিদ্যা মন্দির প্রাঙ্গণে। এবছর এই কার্নিভালের দ্বিতীয় বর্ষ। সেই উপলক্ষে শুক্রবার বিকেলে বুলবুলচন্ডী মা বুলবুলচন্ডী কার্নিভাল অফিসঘরে অনুষ্ঠিত হলো প্রস্তুতি বৈঠক।কার্নিভালের সম্পাদক পীযূষ মন্ডল জানান, দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও বিচিত্র অনুষ্ঠান পরিবেশিত হবে।