হবিবপুর: সারারাত নিখোঁজের পর তুলসীডাঙ্গা খাড়ির জল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ
হবিবপুর থানার আকতৈল গ্রাম পঞ্চায়েতের তুলসীডাঙা এলাকায় মঙ্গলবার সকালে খাড়ির জল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম সুশীল হেমরম (৫০)। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় বারোটার সময় সুশীল হেমরম বাড়ি থেকে বেরিয়ে যান। স্ত্রী পরিবারের সদস্যদের জানান যে তিনি আর বাড়ি ফেরেননি। এরপরই পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা শৌচ কাজ করতে গিয়ে খাড়ির জলে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পান।