খেজুরি ২: বিকশিত খেজুরি গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে, আজ রাধানগরে ঢালাই রাস্তা নির্মাণের উদ্বোধনে উপস্থিত প্রধান কালীপদ মন্ডল
বিকশিত খেজুরি গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে, খেজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর গ্রামে ,৯৩ মিটার একটি কংক্রিট ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হলো।উপস্থিত ছিলেন খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিপদ মন্ডল, পূর্ত সঞ্চালকের প্রতিনিধি খোকন মন্ডল, রাধানগর গ্রামে সমাজসেবী ও গ্রামবাসী বৃন্দ