পৃথক কামতাপুর কিংবা গ্রেটার কোচবিহার রাজ্যের দাবিতে বুধবার সকাল দশটা থেকে মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা চৌপথিতে ১০০ ঘণ্টার অনশন কর্মসূচি শুরু করেছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল নামে একটি সংগঠন। সারাদিন ধরে অনশন চলে। এদিন সন্ধ্যাবেলাও অনশন মঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে সংগঠনের সদস্যদের। পৃথক রাজ্যের দাবিতে এদিন বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করেন বক্তারা। সন্ধ্যাবেলা পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন। সংগঠনের মাদারিহাট বী