কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের দাবি, সারা দেশ জুড়ে গীগ কর্মীদের শ্রমিকের মর্যাদা, ন্যূনতম মজুরি ও সামাজিক নিরাপত্তা প্রদান। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সম্মানজনক বেকার ভাতা প্রদানের দাবি এবং দেশব্যাপী সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে SUCI কমিউনিস্ট দলের যুব সংগঠন AIDYO এর পক্ষ থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে। পলাশীপাড়া বিধানসভার পলশুন্ডাতেAIDYO এর পক্ষ থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান করা হলো। উপস্থিত ব্লক ও জেলা নেতৃত্ব।