এইডস নিয়ে সচেতনতা বাড়াতে সোমবার জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা ফালাকাটা শহরে শিবির করে। ফালাকাটা ট্রাফিক চৌপথিতে শিবিরে পথ চলতি লোকজনকে সচেতন করা হয়। আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। এছাড়া কিভাবে এইডস সংক্রমিত হয় এবং কিভাবে হয় না তা ছবি সহ বোঝানো হয়। সংস্থাটি জানায়, পৃথিবীতে প্রতিদিন ৬ হাজার মানুষ এইচআইভি আক্রান্ত হচ্ছেন। এজন্যই যৌন বিষয়ে মানুষকে সংযমী হওয়ার পরামর্শ দেয় সংস্থাটি। সচেতনতা বাড়াতে এদিন পথ চলতি লোকজনের হাতে লিফলেট তুলে দে