আলিপুরদুয়ার : আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আয়োজিত হতে চলেছে গোর্খা মাঘে মিলন উৎসব। এদিন কালচিনি ভানু বীরশা রবীন্দ্র ভবনে গোর্খা মাঘে মিলন উৎসব কমিটির এক বৈঠক আয়োজিত হয়। গোর্খা সম্প্রদায়ের সাংষ্কৃতিক উৎসব গোর্খা মাঘে মিলন। তিনদিন ব্যাপী আয়োজিত এই উৎসবে গোর্খা সম্প্রদায়ের তেরোটি জন গোষ্ঠীর সাংষ্কৃতিক পোশাক, তাদের বাদ্যযন্ত্র প্রদর্শনী থাকবে এছাড়া গোর্খা সম্প্রদায়ের সাংষ্কৃতিক নৃত্য সঙ্গীত পরিবেশিত হবে।