হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় একসঙ্গে তিনটি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হল।এদিন কৃষ্ণনগর ২২৯ নম্বর বুথে ২ লক্ষ ৫০ হাজার টাকার বরাদ্দে ঢালাই রাস্তার সংস্কার, বাহারগোলা ২২৭ নম্বর বুথে ১ লক্ষ ৮০ হাজার টাকার বরাদ্দে আইসিডিএস সেন্টারের সংস্কার, এবং গোড়ামারি এলাকায় ১ লক্ষ ৯০ হাজার টাকার বাম্বু পাইলিং কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।