দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির উদ্যোগে এবং হবিবপুর ব্লক কমিটির সহযোগিতায় রবিবার জাজইল অঞ্চলের ধানহাটি এলাকায় অনুষ্ঠিত হল একটি প্রকাশ্য সমাবেশ। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রাজীব রায়, প্রচার সম্পাদক পরিমল বর্মণ, জেলা কমিটির সদস্য রতন রায়, ব্লক কমিটির সভাপতি বচন মণ্ডল, অখিল মণ্ডলসহ অন্যান্য নেতৃত্ব।সমাবেশের শুরুতে মনীষী রায় ‘সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা’র প্রতিকৃতিতে মাল্যদান করেন।