বর্ধমান ১: রসুলপুর স্টেশনের কাছে রেলগেটে বিকল হয়ে যাওয়া লরির চালককে গ্রেফতার করলো আরপিএফ
ধৃতের নাম মহম্মদ মিরাজ আনসারি। ঝাড়খণ্ডের গিরিডি থানার উসমাতন্ড গ্রামে তার বাড়ি। আরপিএফ জানিয়েছে, শনিবার দুপুরে রসুলপুর স্টেশনের কাছে রেলগেটে লরিটি বিকল হয়ে যায়। চালক বহুবার চেষ্টা করেও লরিটি স্টার্ট করতে পারেনি। লরিটি উত্তর প্রদেশ থেকে আসছিল। রেলগেটের ভিতরে সেটি বিকল হয়ে যায়। ফলে, রেলগেট তোলা ও নামানো যাচ্ছিল না। ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজট হয়। ট্রেন চলাচলে বিঘ্ন হয়। আরপিএফ লরিটিকে গেট থেকে সরায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।