হবিবপুর: কেন্দুডাঙ্গায় প্রাণী স্বাস্থ্য সচেতনতা শিবির খুরাই ও PPR টিকাকরণ,কৃমিনাশক,ভিটামিন বিতরণ, রোগ প্রতিরোধে বিস্তৃত আলোচনা
পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে হবিবপুর ব্লকের কেন্দুডাঙ্গা এলাকায় সোমবার প্রাণী স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৬০ জন প্রাণী পালককে গবাদি প্রাণীর রোগ, প্রতিরোধ ব্যবস্থা ও স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ সম্পর্কে সচেতন করা হয়,এদিন ১৪২টি গরু–বাছুরে খুরাই টিকা, ২২০টি ছাগলে পিপিআর টিকা এবং হাঁস–মুরগির টিকাকরণ করা হয়। পাশাপাশি ২০০ গরু, ৩০০ ছাগল, ৪২০ মুরগি, ৫০০ হাঁস ও ২৪ শুকরকে কৃমিনাশক, ভিটামিন ও খনিজ লবণ বিনামূল্যে বিতরণ করা হয়।