আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার পশ্চিম খয়েরবাড়ির বর্মনপাড়ায় শনিবার গভীর রাতে একটি দলছুট দাঁতাল হাতি হানা দেয়। স্থানীয়রা জানান, খয়েরবাড়ি ফরেস্ট থেকে বেরিয়ে লোকালয়ে ঢোকে হাতিটি। এলাকার নুর ইসলামের রান্নাঘর এবং শোবার ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হানায়। রবিবার নুর ইসলাম জানান, হাতি হানা দিতেই ঘর থেকে সপরিবারে বেরিয়ে অন্ধকারে ছুটে পালান তারা। ফলে প্রাণে বেঁচে যান। হাতিটি ঘরে শুঁড় ঢুকিয়ে খাবারের খোঁজ করছিল। তাঁর নলকূপটি টও হাতি ভেঙ্গে দেয়। ভেঙে