কৃষ্ণনগর ২: SIR নিয়ে ভাজ পড়ছে সাধারণ মানুষের কপালে, ধুবুলিয়া থেকে প্রতিক্রিয়া কংগ্রেসের
*সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR, এই নিয়ে প্রতিবাদে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল।SIR করতে গিয়ে দেখা যাচ্ছে কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের অন্তর্গত একাধিক জায়গায় একাধিক মানুষের নথির বিভিন্ন ধরনের গন্ডগোল রয়েছে এই গন্ডগোলের কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষরা, পাশাপাশি চিন্তার ভাঁজ করছে কপালে।