রামনগর ১: "আপনার ভাই কাঁথির রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াতো" ব্রজলালচকে শুভেন্দু অধিকারী কে তীব্র আক্রমণ জেলা TMCর সভাপতির
বাংলা ভোটাধিকার রক্ষার্থে ও এসআইআর তে চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ব্রজলাল চকে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় নন্দীগ্রামে বিভাগ শুভেন্দু অধিকারী কে তীব্র আক্রমণ করে বলেন তিলক চক্রবর্তী মহিষাদল এর বিধায়ক কিভাবে হলো তা জানার আগে আপনার ভাই কাঁথির রাস্তায় মদ খেয়ে ঘুরে বেড়াতো তমলুকের সংসদ কেন হয়েছিল সে কথা আগে বলুন |