করিমপুর দুই নম্বর ব্লকের দীঘলকান্তি পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ৭৮ নম্বর বুথের এলাকার মানুষ রাস্তার ধারের বাতির স্তম্ভের জন্য আবেদন জানান। আর সেই কাজ সম্পন্ন না হয়ে কাজ সম্পন্নের বোর্ড লাগানো ঠিকাদার সংস্থা আর এই কটাকে কেন্দ্র করেই এলাকায় চাঞ্চল্য। বোর্ডে লেখার রয়েছে ৪৫টি এলইডি ট্রিট লাইট লাগানো হয়েছে যার প্রকল্প মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা। এলাকার মানুষের অভিযোগ এখনো পর্যন্ত একটিও বাতি লাগানো হয়নি তার আগে কিভাবে ?