পুরুলিয়া ২: আগামী ৭ তারিখ আদ্রা বরাভূম আদ্রা ২টি মেমু ট্রেন ক্যানসেল থাকবে
আগামীর ৭ ডিসেম্বর আদ্রা বরাভূম আদ্রা দুটি মেমু ট্রেন বাতিল থাকবে । রেল সূত্রে জানা গিয়েছে রেলের প্রযুক্তিগত কিছু কাজের জন্য সপ্তাহব্যাপী রোলিং ব্লকের কারণে ওই ট্রেন দুটি উক্ত দিনে যাত্রী পরিষেবা বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।