কালীগঞ্জের পলাশী মীরা বাজারে গত ১৪ ই জানুয়ারি বিধায়িকা আলিফা আহমেদের বাড়ির নিচে মধুচক্রের আসর, এই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিধায়িকার বাড়ির নিচে নিউ NH ধাবাতে এক মহিলাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে এলাকার বেশ কিছু জনতা, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পলাশী মীরা ফাঁড়ির পুলিশ। এবং দুজনকে ঘটনাস্থল থেকে আটক করে। এরপর কোন অভিযোগ না হওয়ায় তাদের বেল বন্ড এবং প্রেয়ার বন্ডে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে শুক্রবার আনুমানিক রাত সাড়ে ন'টা নাগাদ কি বললেন IC মীরা